১) নাম – ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ।
২) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস, মিনি বাস, মাইক্রো, মটর সাইকেল, ভ্যান, রিস্কা ইত্যাদী।
৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ- আল মাহমুদ
৪) ইউনিয়ন পরিষদ জনবল –
(ক) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
(খ) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
(গ) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।
৫) আয়তন ৪২.৩৮ বর্গ কিলোমিটার
৬) লোকসংখ্যা - প্রায় ৩১,০৬৮ জন ( ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)
৭) সর্ব মোট ভোটার সংখ্যা- ২১,২৩ ন (২০০১ সালের গণনা অনুযায়ী)
৮) জনসংখ্যার ঘণত্ব- প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৭০৪ জন।
৯) মৌজার সংখ্যা- ১৫ টি।
১০) গ্রামের সংখ্যা-২৪টি
১১) হাট বাজার সংখ্যা- ০৪ টি।
১২) শিক্ষা প্রতিষ্ঠান-
(ক) মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০৫ টি।
(খ) মাদরাসা- ০৭ টি।
(গ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২০ টি।
(ঘ) কিন্ডার গার্টেন- ০১ টি।
(চ) শিক্ষির হার ৬৭%
১৩) পোস্ট অফিস- ০ ২টি, যথা- অন্তাবুনিয়া ও মহারাজপুর।
১৪) তহশীল অফিস- মহারাজপুর ইউনিয়ন তহশীল অফিস
১৫) পুলিশ ফাঁড়ী - ০১টি। মঠবাড়ীপুলিশ ফাঁড়ী
১৬) ক্লিনিক/স্বাস্থ্য কেন্দ্র সরকারী- ০১ টি।
১৭) পরিবার পরিকল্পনা ক্লিনিক - ০৭টি ।
১৮) মসজিদ - ৪৫ টি।
১৯) মন্দির- ১১ টি।
২০) মোট জমির পরিমান................................... (আবাদী জমির পরিমান......................অনাবাদী জমির পরিমান..............................)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস